
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ আহমেদ (১৭) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার তালতলী-ধনাগোধা স্কুল সংলগ্ন বেরিবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আহমেদ মতলব উত্তর উপজেলার মধ্য রায়েরকান্দি মোল্লা বাড়ির আমির হোসেনের মেজো ছেলে। সে ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে পারভেজ ছিলেন দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ আহমেদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তালতলী এলাকায় যাওয়ার পথে ধনাগোধা উচ্চ বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধ সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে, দুপুর সোয়া ১২টায় পারভেজ আহমেদের মৃত্যু হয়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
Comments