Image description

অস্কার দৌড়ে যাওয়া বলিউড ছবি ‘লাপাতা লেডিস’ এ অভিনয় করে প্রশংসা কুড়ান অভিনেত্রী ছায়া কদম। মারাঠি এই অভিনেত্রীর সিনেমা ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ সম্প্রতি কান চলচ্চিত্রেও জায়গা করে নিয়েছে। এমন সফলতার মাঝে এবার আইনি বিপাকে জড়ালেন অভিনেত্রী।

মূলত, বেশ কয়েক ধরণের বন্য প্রাণী খেয়ে আইনি বিপাকে পড়েছেন ছায়া কদম। তিনি নিজেই স্বীকার করেছেন, ইগুয়ানা, মাউস ডিয়ার, গুইসাপ, বন্য শূকর, সজারুর মতো বিরল প্রজাতির কিছু প্রাণী খেয়েছেন। ইতোমধ্যে ভারতের বন বিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ গেছে অভিনেত্রীর কাছে।

মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের বন বিভাগ অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছে।

ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই প্রাণীগুলোর শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। 

শুধু অভিনেত্রী নন, এই অপরাধে জড়িত চোরাশিকারি ও বন্যপ্রাণীর মাংস সরবরাহকারীদের খোঁজেও তল্লাশি শুরু করেছে কর্তৃপক্ষ।