Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে কফিন বানিয়ে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও তারা প্রক্টর অফিসের সামনে 'মৃত প্রক্টর' লেখা পোস্টার টানিয়ে দেন। 

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কফিনকে মহাসড়কে সামনে রেখে করেছি কারণ আমরা চারদফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম কিন্তু উপাচার্যের নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামাল দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। 

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, গতকালকে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অবস্থান নিলেও প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কোনপ্রকার যোগাযোগ করা হয়নি।তাই আজ আমাদের এই কর্মসূচি।  

এবিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানালে, তারা এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি বরঞ্চ স্বৈরাচার ভিসি এই আন্দোলনকে দমানোর জন্য ২২ জন শিক্ষার্থীর নামে জিডি করে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্বৈরাচারি মনোভাবের বহিঃপ্রকাশ আমরা এই স্বৈরাচারি মনোভাবের বিরুদ্ধে এবং প্রশাসনের নিস্তব্ধতার কারণে আজকের এই কফিন মিছিল আয়োজন করেছি।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার ও ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা৷