Image description

পশ্চিমবঙ্গের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মধ্য কলকাতার রিতুরাজ হোটেল এই দুর্ঘটনার শিকার হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলবাহিনী। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া, বেশ কয়েকজনকে জীবিত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভার্মা।

অগ্নিকাণ্ডের শুরুতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের আকুতি জানিয়ে পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি শাখার সভাপতি সুকান্ত মজুমদার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ভুক্তভোগীদের উদ্ধার করতে আমি রাজ্য প্রশাসনের কাছে বিনীত নিবেদন করছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। তাদেরকে প্রয়োজনীয় মেডিক্যাল এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করুন।

ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনার শিকার আর না হতে হয়, সেজন্য (বিভিন্ন ভবনের) অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ওপর পর্যালোচনা এবং কঠোর নজরদারি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

এই দুর্ঘটনায় কলকাতা করপোরেশনের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ কংগ্রেস শাখার সভাপতি শুভংকর সরকার।

তিনি বলেন, অনেক মানুষ ভবনের ভেতরে থাকা অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়লো। কী মর্মান্তিক ঘটনা! সেখানে কোনও নিরাপত্তা বা সুরক্ষা, কিছু নেই। করপোরেশন যে কী করছিল, যেটা আমার মাথায় আসছে না।