Image description

সরকার গণ-অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম, তেমন করে হয়নি। যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটি আমরা পাইনি। না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতিনির্ধারণের ক্ষেত্রে এবং গণ-অভ্যুত্থানে জনগণকে সুফল পৌঁছে দেওয়াসহ অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।’

গতকাল শুক্রবার ঢাকায় প্রেস ক্লাবের সামনে শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন এবং গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এসব কথা বলেন। ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ যৌথভাবে এ আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, ‘নদীমাতৃক দেশের সম্পদ পানি। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি।

ফলে বাংলাদেশে আগামী উন্নয়নের যে নীতি, সে নীতিরও গোড়াতে থাকবে পানি। বাংলাদেশ মাত্রই এটা পানিভিত্তিক সংস্কৃতি, নদীভিত্তিক সংস্কৃতি।