
প্রথম দিনের হতাশাকে পেছনে ফেলে জ্বলে উঠেছে বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।
সোমবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। নাহিদ রানার সঙ্গে জ্বলে উঠেছেন হাসান মাহমুদও।
আগের দিনে বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলা জিম্বাবুয়ে আজ মাত্র ২ রান যোগ করতেই প্রথম উইকেট হারায়। নাহিদ রানা ১৭তম ওভারে ব্রেক থ্রু এনে দেন নাহিদ রানা।
ওভারের পঞ্চম বলে শর্ট ডেলিভারি দিয়েছিলেন নাহিদ। লাফিয়ে ওঠা বল বেন কুরান না খেলে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে গতির কাছে পরাস্ত হয়েছেন। বল তার গ্লাভসে লেগে শর্ট লেগে মুমিনুল হকের হাতে জমা হয়। ৫৫ বলে ১ চারে ১৮ রান করে আউট হন কুরান।
২১তম ওভারে ফের আঘাত হানেন নাহিদ। এবারের শিকার দারুণ ছন্দে থাকা বেনেট। পঞ্চম স্টাম্পের লাইনে গুড লেন্থে বল করেছিলেন তিনি। বেনেট স্কয়ারে কাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু অতিরিক্ত গতি ও বাউন্সের কাছে পরাস্ত হন। বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার জাকেরের গ্লাভসে জমা পড়ে। ৬৪ বলে ১০ চারে ৫৭ রান করে আউট হন বেনেট।
পরের ওভারে নাহিদের সঙ্গে যোগ দেন হাসান মাহমুদও। নিল ওয়ালচের (২) স্টাম্প উপড়ে ফেলেন হাসান। দলের স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে।
Comments