Image description

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৯ এপ্রিল) উপজেলার মাঝগাঁও ইউনিয়নের টাবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আয়নাল হোসেন নটাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস লোকাল বাস কাউন্টারের টিকেট বিক্রেতা ছিলেন।

মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে আর ছেলে একটি আবাসিক হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। তার স্ত্রী ৭-৮ মাস যাবৎ বাবার বাড়িতে থাকেন। এ কারণে বাড়িতে তিনি একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় তাকে সর্বশেষ এলাকায় দেখা যায়। সকালে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা খোলা অবস্থায় মেঝেতে মরদেহ পরে থাকতে দেখেন। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, আয়নাল হকের ঘরের দরজা খোলা ছিল। মরদেহ পচন ধরে গন্ধ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।