
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেছেন, আমরা বলি লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি থাকবেনা। আমার তো মনে হয় বাংলাদেশে ছাত্র রাজনীতির জন্মই লেজুড়বৃত্তি করার জন্য। যার জন্ম থেকেই লেজুড়বৃত্তি সেটা রেখে কীভাবে আমরা সংস্কার করবো?
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তমঞ্চে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে 'ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া' শীর্ষক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ছাত্র রাজনীতি সংস্কারের আগে আমাদের প্রশ্ন তুলা উচিৎ ছাত্র রাজনীতি থাকবে কি না। এই যেই ছাত্ররাজনীতির চর্চা দেখি, এটা শুধু ভারত উপমহাদেশেই রয়েছে, বিশ্বের আর কোথাও এমন ছাত্র রাজনীতি নেই। এই রাজনীতি শব্দটি যুক্ত করেই ছাত্রদের যে মূল আদর্শ, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। জুলাই বিপ্লবের পর এখন আমাদের এসব নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা বিগত সময় দেখেছি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি বা কোন একটা পদ পেলে তিনি মনে করত আমি এই বিশ্ববিদ্যালয়ের মালিক। হলের কোনো একটা পদ পেলে মনে করতে তিনি হলের মালিক। ছাত্র রাজনীতি মানে মনে করেছিল হল থেকে ফ্রি খাওয়া, পেশী শক্তি দেখিয়ে সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা, আধিপত্য বিস্তার করা। কিন্তু প্রকৃত ছাত্র রাজনীতির ডেফিনেশন এটা না। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন রাজনীতির প্রচলন করব। রাজনৈতিক ধারাই আমরা চেঞ্জ করে দিব।
রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ছাত্র রাজনীতি সংস্কারের একটি নির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। এজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। আমাদের নিজেদের দ্বারা এ সংস্কার সম্ভব না। সব সংগঠনই তাদের মত করে বিভিন্ন দাবি করবে। তাই এটা আমাদের ভিতরে না থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীক একটা নীতিমালা হয় এবং এই নীতিমালার ভিতরে যদি সবাই ছাত্র রাজনীতি চর্চা করে, যেই ছাত্র রাজনীতি হবে শিক্ষামূলক, গবেষণামূলক, যেখানে ছাত্রদের অধিকার নিয়ে কাজ হবে, শিক্ষার্থীদের জন্য নীতিমালা থাকবে, যে বিধিমালা একজন শিক্ষার্থী হিসেবে তারা পালন করবে এবং একটা দল দলীয়ভাবে পালন করবে- যদি আমরা এমন একটা রূপরেখা দিতে পারি, তাহলেই কেবল এই ছাত্র রাজনীতি সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।
স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীবের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য প্রদান করেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ফিজিক্যাল-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) সাবেক সভাপতি আশিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সাবেক সভাপতি সাকিবুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি সমন্বয়ক তাসিন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
Comments