মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে চাচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ইরানি ব্যক্তিদের বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহার করে মার্কিন ভোটারদের নির্বাচন বয়কটের আহ্বান জানানোর অভিযোগ রয়েছে। টেক জায়ান্ট মাক্রোসফট ও সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের প্রতিবেদনের বরাতে এ দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
আমেরিকার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার দৃশ্যপট ভিন্ন। আসন্ন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ চীন, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে।
নির্বাচনের আগে মার্কিন ভোটারদের প্রভাবিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া ও ইরান। মস্কো-তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলেও, তালিকায় এবার নতুন করে নাম লেখাল বেইজিং। মার্কিন নির্বাচন ঘিরে ওয়াশিংটনবিরোধী তিন মিত্রের যোগসাজশের তথ্য-প্রমাণ রয়েছে। টেক জায়ান্ট মাইক্রোসফট ও সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের বরাতে এ দাবি করেছে ভয়েস অব আমেরিকাসহ কয়েকটি মার্কিন সংবাধমাধ্যমের।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের লক্ষ্যে গত কয়েক মাসে অপারেশন ওভারলোড নামের সাইবার তৎপরতা বৃদ্ধি করেছে চীন, রাশিয়া ও ইরান। নির্বাচনের আগে প্রোপাগান্ডা ছড়াতে বেইজিং ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বলে দাবি প্রতিবেদনটির।
চীনের সমালোচনা করা অন্তত ৪ জন রিপাবলিকান আইনপ্রণেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে বেইজিং। এদের মধ্যে রয়েছেন টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ম্যাককওল, আলাবামার রিপাবলিকান আইনপ্রণেতা ব্যারি মুর ও ফ্লোরিডার রিপাবলিকান নেতা মার্কো রুবিয়ো। মাইক্রোসফট ও রেকর্ডেড ফিউচারের দাবি, মধ্যপ্রাচ্যের সহিংসতায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় অনলাইনে মার্কিন ভোটারদের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বয়কট করতে উৎসাহী করছে ইরান।
Comments