Image description

ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। ফুটবলে আন্তর্জাতিক মেজর টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন স্পেনের ১৬ বছরের তরুণ। ঐতিহাসিক গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন ইয়ামাল। আর তার দল ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালে। তাদের সাফল্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার (৯ জুলাই) ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় স্প্যানিশরা। ইতিহাস গড়া গোলে দলকে সমতায় ফেরান ইয়ামাল। জয়সূচক গোলটি করেছেন দানি ওলমো। দুজনের চমকে বৃথা যায় ফরাসি কোলা মুয়ানির স্ট্রাইক।

সেমির লড়াইয়ে ম্যাচের বয়স যখন নবম মিনিট তখন ফ্রান্সকে এগিয়ে নেন মুয়ানি। হেডে লক্ষ্যভেদ করেন তিনি। চলমান টুর্নামেন্টে আক্রমণ থেকে এটাই ছিল ফরাসিদের প্রথম গোল। আশ্চর্যের হলেও সত্যি যে সেমির আগ পর্যন্ত মা্ত্র ১টি গোলই পেয়েছে ফ্রান্স। সেটা পেনাল্টি থেকে করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেমিতে তারা যখন প্রথম গোলের খাতা খুললেন তখন ভিন্ন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

কিন্তু ফ্রান্সকে বেশিক্ষণ চালকের আসনে বসে থাকতে দেয়নি স্প্যানিশরা। শুরুতে পিছিয়ে পড়া স্পেন চার মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে নেয়। ম্যাচের ২০ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ইয়ামাল। ফ্রান্সের রক্ষণভাগের বাধায় বল নিয়ে বিপজ্জনক এরিয়া প্রবেশের সুযোগ পাচ্ছিলেন না তিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে ডি-বক্সের বাইরে থেকেই নান্দনিক এক গোল করেন ইয়ামাল।

দৃষ্টিনন্দন সেই গোলে আন্তর্জাতিক মেজর ফুটবল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ফুটবলার এখন ১৬ বছর ৩৬২ দিন বয়সের ইয়ামাল। ইউরোতে এই রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের জোহান ভোনতাথেনের দখলে। ২০০৪ সালে তিনি ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন ১৮ বছর ১৪১ দিন বয়সে। ফিফা বিশ্বকাপে পেলে গোল করেছিলেন ১৭ বছর ২৩৯ দিন বয়সে।

ইয়ামালের কীর্তির ৪ মিনিট পর ফের স্পেনকে গোলোৎসবে মাতান দানি ওলমো। জমজমাট প্রথমার্ধের পর আর কোনো দল গোলের দেখা পায়নি। তাতে ম্যাচ শেষ বাঁশি বাজতেই বিজয়োল্লাসে মাতে স্প্যানিশরা। অপরদিকে অসহায়ের মতো মাঠে পড়ে থাকেন এমবাপ্পে ও তার সতীর্থরা।

মানবকণ্ঠ/এআই