Image description

আগের দুই টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ছিলো সিরিজ রক্ষার লড়াইয়ে টিকে থাকার ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। কিন্তু পারলো না নিগার সুলতানার দল। ৭ উইেকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ হারালো টাইগ্রেসরা। 

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত এবং পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো দলটি।

মাত্র ১১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মার ব্যাটে সহজ জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। শেফালি ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে রিতু মনির রিটার্ন ক্যাচ হন। ততক্ষণে ওপেনিংয়ে ৯১ রানের জুটি হয়ে যায়। জয়টা কেবল সময়ের ব্যাপার ছিলো ভারতের।

৪২ বলে ৪৭ করা স্মৃতিকে ফাহিমা খাতুনের ক্যাচ বানান নাহিদা আক্তার। ভারত যখন জয় থেকে মাত্র ৮ রান দূরে তখন দায়ালান হেমালতাকে (৯) এলবিডব্লিউ করেন রাবেয়া খান। এরপর হারমানপ্রিত আর রিচা ঘোষ মিলে সহজেই জয় তুলে নেন। হারমান ৬ আর রিচা ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ৩৯ বলের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দেন দিলারা এবং মুর্শিদা খাতুন। দিলারা আক্তারের ব্যাটে শুরুটা বেশ ভালোই ছিল। মারকুটে দিলারা ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। মুর্শিদা ১৬ বলে করেন ৯ রান করে আউট হন। বাংলাদেশ ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ। 

তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৬ বলে ২৮। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান। ১৪তম ওভারে ২ উইকেটে ৮৫ রান থাকলেও এরপর রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের ব্যাটাররা কেউই ভালো ইনিংস খেলতে পারেননি।

ভারতের হয়ে রাধা যাদব ২২ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সিং, পুজা ভাসট্রাকার ও শ্রীয়াঙ্কা পাতিল।


মানবকণ্ঠ/এফআই