Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিনন্দন জানান।

তারা বলেন, ২৪’র গণঅভু্যত্থানের পর ডাকসু নির্বাচন ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে দেশের মেধাবী ছাত্র সমাজ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষে রায় প্রদান করেছে। গণতান্ত্রিক ও সহনশীল সংস্কৃতি প্রতিষ্ঠা করতে ডাকসু নির্বাচন উদাহরন হয়ে থাকবে। ছাত্র সমাজ চায় না রাজনীতিতে আবার কোন নতুন ফ্যাসীবাদী শক্তির উত্থান হোক।

নেতৃদ্বয় আরো বলেন, বিজয়ী নেতৃত্বের কাছে দেশবাসীর প্রত্যাশা থাকবে, তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তারা ছোট-খাট ভুল ত্রুটির পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও শিক্ষকরা সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এ জন্য সকলের প্রতি অভিনন্দন জানান। একই সাথে অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।