
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাইদ শেখ নামে এক তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার পরিবার ও আইনজীবী দাবি করছেন, সাইদ বাকপ্রতিবন্ধী এবং এই গ্রেপ্তার আইনের অপব্যবহার।
গত ২৪ আগস্ট গোলাপ শাহ মাজার এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সাইদসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, সাইদ মিছিলে ‘হাত নেড়ে’ রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন। তবে সাইদের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া ও ফারজানা ইয়াসমিন রাখী প্রশ্ন তুলেছেন, বাকপ্রতিবন্ধী ব্যক্তি কীভাবে স্লোগান দেবেন?
আদালতে সাইদের প্রতিবন্ধিতা নিয়ে বিতর্কের পর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন নির্দেশ দেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সাইদের প্রতিবন্ধিতা যাচাই করে ১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিতে। মামলার তদন্ত কর্মকর্তা মাকসুদুল হাসান দাবি করেন, সাইদ ‘তোতলা বা অস্পষ্টভাষী’, প্রতিবন্ধী নন, এবং তার কথার ফুটেজ রয়েছে।
সাইদের পরিবার উদ্বিগ্ন। তার মা সুমি বলেন, “ও নিজে ভাত খেতে পারে না, কথাও স্পষ্ট নয়। জেলে খাচ্ছে না শুনেছি। আমরা দুশ্চিন্তায় আছি।” সাইদের মামা সুমন বলেন, “ও রাজনীতি বোঝে না। প্রতিবন্ধী ছেলেকে জেলে রাখা অন্যায়। আমরা তার মুক্তি চাই।”
Comments