
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগের আমলেও ঘটেনি। তিনি জাতীয় পার্টিকে ‘চিহ্নিত ফ্যাসিবাদী দল’ উল্লেখ করে বলেন, এই দল আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলো এই প্রচেষ্টা রুখে দেবে।
তিনি আরও বলেন, কেউ কেউ ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিক সমাধান চায় না। এজন্য নির্বাচন পেছানোর চেষ্টা হতে পারে। সরকার এসব ষড়যন্ত্র রুখতে তৎপর বলে তিনি জানান।
জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের সংগঠনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, সরকার শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা করছে এবং এই হামলার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
Comments