Image description

বিএনপি আসন্ন নির্বাচনের জন্য একটি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলোকে বাতিল করে ভোটারদের জন্য সহজগম্য ও সুবিধাজনক কেন্দ্র স্থাপন করতে হবে। ফ্যাসিবাদের সময় যেসব কেন্দ্র তৈরি হয়েছে সেগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন।

রিজভী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র কেনা ঠেকাতে ‘মব’ তৈরি করা হয়েছে। তার মতে, সারাদেশে আইনবহির্ভূতভাবে এ ধরনের ‘মব’ তৈরি করা হচ্ছে।