Image description

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি তারা তুলে ধরেছেন। তিনি জানান, পিআর পদ্ধতি নিয়ে কে সমর্থন করলো বা বিরোধিতা করলো, তা গুরুত্বপূর্ণ নয়; বরং এটি তাদের ন্যায্য দাবি। তিনি বলেন, “এই নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। এ বিষয়ে চর্চা অব্যাহত থাকবে।”

শনিবার সকাল ৮টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, “পিআর পদ্ধতি জামায়াতে ইসলামীর নতুন দাবি নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতির কথা বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।”

তিনি জানান, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ভোটের অংশ হিসেবে মেধাবীদের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ করে দেয় এবং কালো টাকার প্রভাব কমায়।

তিনি আরো উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি একসময় ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল, কিন্তু আদালতের মাধ্যমে তা পুনরুদ্ধার করা হয়েছে। একইভাবে, পিআর পদ্ধতিও আগামী নির্বাচনে বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মির্জা আশেক এলাহী, জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। প্রশিক্ষণে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।