
নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় নওগাঁ কনভেনশন হল সেন্টার চত্বরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলার শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করার কথা রয়েছে। জেলার ১১টি উপজেলা কমিটি ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ২০ জন। সভাপতি পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাঁরা হলেন, নজমুল হক (সনি), আবু বক্কর সিদ্দিক (নান্নু), জাহিদুল ইসলাম (ধলু), হাফিজুর রহমান, মাসুদ হাছান তুহিন, আব্দুস শুকুর, এসএম মামুনুর রহমান ও এ বি এম আমিনুর রহমান। সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান (রিপন), বায়েজিদ হোসেন পলাশ, শহিদুল ইসলাম (টুকু) ও আমিনুল হক (বেলাল)। সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আটজন লড়বেন। তাঁরা হলেন, শফিউল আজম (রানা), নূর-ই আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক।
সর্বশেষ ২০১০ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে।
সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই নওগাঁ জেলা বিএনপির নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে শুরু হয় গুঞ্জন। আজ কাউন্সিল অধিবেশনে প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির শীর্ষ পদে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এই গুঞ্জনের অবসান ঘটতে পারে।
Comments