
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে ওই পাঁচ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন। এই সফরের বিষয়ে দলের ‘রাজনৈতিক পর্ষদ’-কে কোনো তথ্য বা ব্যাখ্যা আগে জানানো হয়নি।
চিঠিতে ওই পাঁচ নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Comments