
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে এই সমাবেশে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন।
দুপুর ১টার দিকে সরেজমিন দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগ রূপ নিয়েছে স্লোগানে মুখর এক রাজনৈতিক প্রাঙ্গণে। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা দূরে তাদের বাহন থামিয়ে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।
এ সময় তাদের মুখে শোনা যায় ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ‘জিয়া, খালেদা, তারেক রহমান ‘—এমন স্লোগান।
সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।
এদিকে সমাবেশ ঘিরে সমন্বয়ের কাজে দারুণভাবে সক্রিয় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।
Comments