Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ ও নজরুল ইসলাম খান। শুক্রবার ১ আগস্ট বিকেলে তারা ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আসেন৷এর আগে হাটহাজারী বড় মাদ্রাসায় তাঁরা জুমার নামাজ পড়েন ।

হেফাজত আমিরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সালাহউদ্দীন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবীণ আলেমেদ্বীন মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। তার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছি। এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই৷ 

তিনি বলেন, 'হেফাজত কোন রাজনৈতিক দলও নয়। তবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে হেফাজতের অবদান ছিলো অনস্বীকার্য। সেটা গণতন্ত্র রক্ষারই আন্দোলন।'

এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, 'এ দেশে নির্দিষ্ট প্রতিশ্রুত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি হেরফের করার সুযোগ নেই। গণতন্ত্রকামী মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। 

এ সময় তাদের সাথে ছিলেন, বিএনপি নেতা মীর হেলালসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।