
দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে এনজিওবাদের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এনজিওবাদের খপ্পরে পড়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘দেশে নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় ঘোষণা হলেও ফলাফল না হওয়া পর্যন্ত শঙ্কা যাবে না। দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসরদের সাথে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসন কখনোই সংস্কার শেষ করতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জেলার সিনিয়র নেতারা।
এর আগে, আলোচনা শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
Comments