
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পায়ে চোট পেয়ে বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ওই রাতেই বাসায় ফিরেছেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, বুধবার রাতে খালেদা জিয়ার পা মচকে গিয়ে কিছুটা ব্যথা অনুভূত হয়। লিগামেন্টে সমস্যা হতে পারে– এমন শঙ্কা থেকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই গভীর রাতে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মাসল ইনজুরি (পেশিতে আঘাত) পাওয়া গেছে। বড় সমস্যা হয়নি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসনকে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল। বুধবার রাত ১টা ১৮ মিনিটে খালেদা জিয়াকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার বাসায় ফেরেন ২টা ৫৫ মিনিটে।
Comments