Image description

যখন কোনো ব্যক্তি বা দলকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সেটি নিশ্চিতভাবেই ফ্যাসিবাদের জন্ম দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ আর কারো 'গোলামি' চায় না এবং  তারা 'গণতন্ত্রের মানসকন্যা'কে দেখেছে  তাই এখন আর 'গণতন্ত্রের মানসপুত্র' দেখতে চায় না।

মঙ্গলবার রাতে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে এনসিপির 'জুলাই পদযাত্রা'র ১৫তম দিনের এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেন।

তিনি বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, "জনাব ফখরুল ইসলাম বলেছেন, তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যদি কথা বলা হয়, তাহলে সেটা নাকি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাকে শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বলতে চাই, যখন কোনো ব্যক্তি ও দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত এবং নিশ্চিত।"

হাসনাত আব্দুল্লাহ দৃঢ় কণ্ঠে বলেন, "কোনো ব্যক্তি ও দল রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি, যে রাজনৈতিক দল আসে, তারা সেবক হওয়ার জন্য আসে; মালিক হতে আসে না। যারা সেবা করতে আসবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। যারা জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়; তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।"

এনসিপির এই পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম এই পথসভায় চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।