Image description

স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকারের অধীনে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন বাতিল করেছিল। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি চালু করা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা বা অনাস্থা নিয়ে আমরা কিছু বলি না। তবে আগের তিনটি কমিশনের মতো নয়, তাই নতুন কমিশন গঠনের দাবি আমাদের নেই।

জামায়াতের মতে, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও সন্ত্রাস কমবে এবং জনগণের মতামত ভালোভাবে প্রতিফলিত হবে।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, ১ কোটি ১০ লাখ প্রবাসী আছেন, যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, অথচ ভোট দিতে পারছেন না। তাদের জন্য পোস্টাল বা অনলাইন ভোটের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, আর সরকারের প্রভাব কম থাকবে। তা না হলে একতরফা প্রার্থীদের জেতানোর আশঙ্কা থাকবে।