
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে নেত্রকোনার বাড়িতে চা পান করতে করতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান ব্রেইন স্ট্রোক করেছেন আব্দুর রহিম খান।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ পপুলার হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া ও নিউরো মেডিসিনের অধ্যাপক মানবেন্দ্র ভট্টাচার্য তার পরীক্ষা-নিরীক্ষা করেন।
তাদের পরামর্শে আব্দুর রহিম খানকে দ্রুত ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অধ্যাপক এমদাদুল হকের অধীনে চিকিৎসাধীন তিনি।
বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে শায়রুল খান বলেন, বাবা চোখ খুলছেন, একটু একটু করে সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভরসা পাচ্ছি। সবাই দোয়া করবেন।
চিকিৎসকরা বলছেন, পরবর্তী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। তবে উন্নতির ইঙ্গিত মিলছে।
Comments