পিরোজপুরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর ৩টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বিএনপি’র নির্বাচন কমিটি।
জানা যায়, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুর ২টার দিকে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ছয়টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, ৩, ৫ ও ৭নং ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া চলছিল। এ সময় ৭নং গাজীপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী আলাউদ্দিনের প্রার্থিতা নিয়ে বিতর্ক শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে ৭নং ওয়ার্ডের বিএনপি সদস্য নাসির, পাশা খান, আলামিন, নান্টু সিকদার এবং ৩নং ওয়ার্ডের ইমাম ও মানিক আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭নং ওয়ার্ডের বিএনপির সভাপতি প্রার্থী কাওসারুল আলম খান বাবু আহমেদ অভিযোগ করেন, "কমিটি গঠন নিয়ে আনসার লোকজন আমার লোকজনের ওপর হামলা করে। পরে রাতে নান্টু সিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে।"
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনসার শেখ জানান, "আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে বললে প্রতিদ্বন্দ্বী বাবুর লোকজনের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় পাশা খান, নেছার, দেলোয়ার, সোবাহান আহত হন।"
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কাউন্সিলে আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কথার কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। তিনটি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে।"
Comments