Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দেন, বৈধ নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নির্বাচিত হয়েই মেয়রের দায়িত্ব গ্রহণ করুন।’

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা দেন। এমন এক সময় এ পোস্ট দিলেন হান্নান মাসউদ, যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে নগরভবন অবরুদ্ধ রয়েছে।  

হান্নান মাসউদ লেখেন, ‌‘অবৈধ নির্বাচনের পর আদালত আর নির্বাচন কমিশনকে জিম্মি করে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ ক্যান। তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, স্থানীয় সরকার নির্বাচন চাই। 

আরেকটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদকে অসম্মান করা হচ্ছে- এমন একটা ছবি পোস্ট করে হান্নান মাসউদ লেখেন, ‘যাদের কারণে আজ মুক্ত তাদেরকেই অসম্মান করছো!!’ বাহ!’