Image description

রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে  অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে এই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম দ্রুত করার জন্য ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

তিনি বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন এবং অধ্যক্ষ পদে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা সরকারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এই সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কলেজগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বর্তমানে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।