তারেক রহমানের সৈনিকেরা দখলদার-চাঁদাবাজ হতে পারে না-যুবদল নেতা

"তারেক রহমানের সৈনিকেরা দখলদার-চাঁদাবাজ হতে পারে না" বলে মন্তব্য করেছেন- শরীয়তপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান বাবু তালুকদার। বৃহস্পতিবার (১ মে) বিকেলে শ্রমিক দিবস উপলক্ষ্যে জাজিরা টিএন্ডটি মোড়ে এক বর্ণাঢ্য র্যালি শেষে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, জাজিরা-শরীয়তপুরে কেউ চাঁদাবাজি কিংবা দখলদারিত্ব চালানোর চেষ্টা করলে (বিএনপি নেতা) মিয়া নুর-উদ্দিন অপুর নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থান একদিন কিংবা একমাসে নয়, বিএনপির বহু নেতা-কর্মীর দীর্ঘদিনের আত্মত্যাগের ফসল বলে তিনি মন্তব্য করেন।
জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে টিএন্ডটি মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মে-দিবসের এই আয়োজন শেষ হয়।
এসময় শরীয়তপুর-১ (জাজিরা-পালং) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদল নেতা রোকনুজ্জামান বাবু তালুকদারের পাশাপাশি উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা শাখা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর চৈাকিদার ও বিএনপির সাবেক মেয়র প্রার্থী জাজিরা উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম রনি মুন্সিসহ উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
Comments