Image description

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা এই ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।

সবাইকে সজাগ ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রকৃত পক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারিনি। তাই আজকে সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্মসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্র সংসদের ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ। কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাসহ জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।