Image description

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক "টোটাল শাটডাউন" ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, "সরকারের চেয়ে কি ব্যবসায়ীরা বেশি শক্তিশালী?" এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সংস্কার পরিষদের নামে এই শাটডাউনকে তিনি অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন।

বদিউর রহমান বলেন, এতজন "জ্ঞানী বিসিএস ক্যাডার অফিসার ও সরকার" থাকা সত্ত্বেও তারা এনবিআরের অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়েছে। অথচ এই সমস্যার সমাধান হয়েছে ব্যবসায়ীদের হস্তক্ষেপে, যা তাকে আরও বেশি লজ্জিত করেছে। তিনি প্রশ্ন তোলেন, সরকারি প্রতিষ্ঠান পরিচালনায় সরকারের সক্ষমতার চেয়ে কি ব্যবসায়ীদের প্রভাব বেশি?

নিজের ছাত্রজীবনের উদাহরণ টেনে সাবেক এই চেয়ারম্যান বলেন, ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার কার্টন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তার অধ্যাপক ধর্মঘট চলাকালেও ক্লাস ও পরীক্ষা বন্ধ করেননি। কারণ তাদের ধর্মঘট ছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিরুদ্ধে নয়। এই ঘটনার সঙ্গে তুলনা করে বদিউর রহমান বর্তমান এনবিআর শাটডাউনকে "সম্পূর্ণ অচলাবস্থা" আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন।