Image description

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে দেশের কিছু কিছু স্থানে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।

অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি এখন উত্তর গুজরাট ও তার আশপাশের অঞ্চলে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

এই অবস্থায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।