Image description

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং এর বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের বিকল্প চিন্তা দেশের জন্য ক্ষতিকর। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্তকরণের অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি সজাগ থাকার আহ্বান জানান ড. ইউনূস। তিনি ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা রোধে সবার সহযোগিতা কামনা করেন।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মতামত শোনা হয়েছে। গত ১৩ মাস ধরে চলমান সংলাপের ধারাবাহিকতায় তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠক দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।