Image description

জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে আমরা প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব বলে আশা করছি। আজও অস্ত্র উদ্ধার হয়েছে।” তিনি জানান, অস্ত্রের অবৈধ প্রবেশ ঠেকাতে সারাবছরই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, “জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নে তিনি বলেন, “দেশ এখন স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারে। জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে এসব নিয়ে কোনো সমস্যা হবে না।”

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত এলাকার জনগণও সচেতন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অসুবিধা হবে না।”