Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার ইউটার্নের ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের পেছনে থাকা প্রাইভেট কার (নম্বর: ঢাকা মেট্রো-গ-৪৩-৩১৪২) ও সিএনজিচালিত অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হন। অটোরিকশার দুই যাত্রী আহত হন।

নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জের হোসেনপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় সনাক্তে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, সিএনজি, প্রাইভেট কার ও লরির ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেট কারের এক নারীসহ তিন পুরুষ আরোহী ঘটনাস্থলে মারা যান। নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।