Image description

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম জরিপ করার জন্য নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ ‘আর ভি ড. ফ্রিডজোফ নানসেন’ আসছে। আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই এক মাসব্যাপী জরিপ পরিচালিত হবে। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই তথ্য জানান।

উপদেষ্টা জানান, এই জরিপের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমার মৎস্য মজুত, ইকোসিস্টেম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করা হবে। এতে বাংলাদেশের ১৩ জনসহ মোট ২৬ জন আন্তর্জাতিক গবেষক অংশ নেবেন। তারা উপকূলীয় ও গভীর সমুদ্রের ছোট পেলাজিক ও মেসোপেলাজিক মাছের প্রাচুর্যতা ও সার্বিক অবস্থা নির্ধারণ করবেন। এর ফলে ভবিষ্যতে টেকসই মৎস্য আহরণের সীমা নির্ধারণ এবং গভীর সমুদ্রে বাণিজ্যিক মাছ অনুসন্ধানের সম্ভাবনা তৈরি হবে।

ফরিদা আখতার আরও বলেন, এই জরিপ বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জরিপের প্রাপ্ত তথ্য বাংলাদেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সহায়তা করবে। এটি বাংলাদেশের বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। 

সর্বশেষ ২০১৮ সালে এই জাহাজটি বঙ্গোপসাগরে একই ধরনের গবেষণা চালিয়েছিল।