জুলাই সনদের বিষয়ে আনুষ্ঠানিক মতামত দেবে বিএনপি, 'অসামঞ্জস্যতা'র দাবি সালাহউদ্দিনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে। রোববার বেসরকারি একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি তাদের দলীয় ফোরামে এই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করবে এবং তারপরই আনুষ্ঠানিক মতামত জানাবে।
শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রধান অঙ্গীকারগুলো হলো:
১. পূর্ণাঙ্গ বাস্তবায়ন: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত 'নতুন রাজনৈতিক বন্দোবস্ত'-এর দলিল হিসেবে এই সনদের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
২. সংবিধানে অন্তর্ভুক্তি: এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। সংবিধানে বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে এই সনদের বিধানগুলো প্রাধান্য পাবে।
৩. চূড়ান্ত ব্যাখ্যা: সনদের কোনো বিধানের ব্যাখ্যা সংক্রান্ত যেকোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে।
৪. আইনগত বৈধতা: এই সনদের প্রতিটি বিধান সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে এবং এর বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
৫. প্রশাসনিক সংস্কার: সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে।
৬. গণঅভ্যুত্থানের স্বীকৃতি: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
৭. হামলা ও হত্যাকাণ্ডের বিচার: গণঅভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, তাদের পরিবারকে সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করবে রাষ্ট্র।
৮. দ্রুত বাস্তবায়ন: যেসকল প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো পরবর্তী সংসদ নির্বাচনের আগেই সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে।
Comments