Image description

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে সারাদেশে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১,৩৫৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জুলাই মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫৪টি দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত এবং ১,৪১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৩টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার কিছু কারণ উল্লেখ করেছে, যেমন: বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক, মহাসড়কে মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনের অবাধ চলাচল, রোড সাইন ও সড়কবাতির অভাব, যানবাহনের ত্রুটি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। এছাড়া, সড়কে মিডিয়ান না থাকা, বেপরোয়াভাবে গাড়ি চালানো, এবং চাঁদাবাজির কারণেও দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা প্রতিরোধের জন্য কিছু সুপারিশও করা হয়েছে, যার মধ্যে রয়েছে: দক্ষ চালক তৈরি করা, যানবাহনের ডিজিটাল ফিটনেস নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে মেরামত করা, মহাসড়কে রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা, ফুটপাত ও সার্ভিস লেইন তৈরি করা এবং সড়কে চাঁদাবাজি বন্ধ করা। এছাড়া, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, মেয়াদোত্তীর্ণ যানবাহন স্ক্র্যাপ করা এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে।