
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা এক মহাসমাবেশ শুরু করেছেন। দুপুর ২টা পর্যন্ত এই সমাবেশ চলবে। এরপর শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃষ্টি উপেক্ষা করে দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার শিক্ষক এই সমাবেশে অংশ নিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করতে বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হোক। বারবার আন্দোলন ও আলোচনা করেও সরকার থেকে কোনো ফল না পাওয়ায় এবার তারা ঢাকায় এসে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছেন।
শিক্ষকদের এই সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, তাদের প্রধান দাবি হলো বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। এর পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও রয়েছে। তারা আশা করছেন, সরকারের পক্ষ থেকে এবার তাদের দাবি মেনে নেওয়া হবে।
এই মহাসমাবেশে বিএনপি, জামায়াত ও বামপন্থি রাজনৈতিক দলগুলোর নেতারাও সংহতি প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন। শিক্ষকদের দাবি আদায়ে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments