
গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় ৩৩ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যুর পর রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম ফিরছে। ১২ দিনের ছুটি এবং দুই দিনের কাউন্সেলিং সেশনের পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানান, প্রথম দুই দিন দোয়া মাহফিল ও কাউন্সেলিং হয়েছে। এখন ক্লাস শুরুর পাশাপাশি আগামী তিন মাস শিক্ষার্থীদের মনোসামাজিক কাউন্সেলিং চলতে থাকবে। এটি শিক্ষার্থীদের ধীরে ধীরে ট্রমা থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটি উদ্যোগ।
কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে। বিশেষ করে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীদের জন্য আলাদা সেশন পরিচালনা করা হচ্ছে, কারণ তাদের মানসিক ক্ষতি তুলনামূলকভাবে বেশি।
ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে।
শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন হলেও এখন গ্রুপ কাউন্সেলিং চলছে, যেখানে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
দুর্ঘটনার শিকার ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না। কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমাগ্রস্ত, তারা চাইলে অন্য কোনো শাখা বা প্রতিষ্ঠানেও স্থানান্তরিত হতে পারবেন।
Comments