
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজ স্বার্থে এ কার্যালয় খুলতে দিয়েছে। বিষয়টি এমন নয়, তাদের প্রস্তাবের পর চুক্তি সই করে দিয়েছি। বাংলাদেশ দীর্ঘ সময় নিয়েছে। বাংলাদেশের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, তা দেখেই অনুমতি দেওয়া হয়েছে।
মাইলস্টোন স্কুলের ঘটনায় সিঙ্গাপুর, ভারত ও চীনের পাশাপাশি কোনো দেশের চিকিৎসা সহযোগিতা চেয়েছে ঢাকা– জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি দেশ আমাদের সহায়তা দিতে চেয়েছে। এ দেশগুলো ছাড়া আর কারও প্রস্তাব নেই, আর সহযোগিতার প্রয়োজন নেই। বার্নের ক্ষেত্রে আমরা যেটুকু সহযোগিতা পেয়েছি, তাই যথেষ্ট।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য চুক্তি ঢাকা কেন করল এ প্রশ্নে তিনি বলেন, যারা এর দরকষাকষি করেছে, প্রশ্নটি তাদের করেন। দরকষাকষি শেষ হয়নি, মাঝপথে আমি একটা কথা বলা ঠিক হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় কী এ দরকষাকষি নিয়ে অন্ধকারে? উত্তরে তৌহিদ হোসেন বলেন, অন্ধকারে নয়, আপনারা বরং কয়েকদিন অপেক্ষা করুন।
Comments