Image description

গাজীপুরের শ্রীপুরে তিন কন্যাশিশুকে নিয়ে চলন্ত বাসের নিচে আত্মহননের চেষ্টা করেছেন প্রতিবন্ধী এক বাবা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তিন কন্যাশিশুসহ ওই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। আত্মহননের চেষ্টা করা ওই ব্যক্তির নাম মঞ্জুরুল হক (৩০)।

তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যপালা গ্রামের নূরুল ইসলামের ছেলে। স্ত্রী ও তিন কন্যাশিশু নিয়ে তার সংসার। শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকেন। বড় মেয়েটির নাম মরিয়ম আক্তার (৯), মেজো মেয়ে মাহমুদা আক্তার (৬) ও সবার ছোট মেয়েটির নাম জান্নাতুল আক্তার (২ বছর ৬ মাস)।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মাওনা চৌরাস্তায় ঢাকামুখী লেনে তিন মেয়েকে নিয়ে মঞ্জুরুল হক শুয়ে পড়েন। ওই সময় ছোট মেয়েটি তার বুকে জড়ানো ছিল, মেজো ও বড় মেয়েকে আরেক হাতে জড়িয়ে রেখেছিলেন। তাৎক্ষণিক ওই দৃশ্য দেখে পথচারীরা চিৎকার শুরু করলে চলন্ত বাসগুলো দাঁড়িয়ে যায়। পরে পথচারীরা সেখান থেকে তিন শিশুমেয়েহ তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর মঞ্জুরুল হক জানান, খুবই নিঃসহায় অবস্থা তার। স্ত্রী ও বড় মেয়েটা অসুস্থ। তাদের ঠিকমতো খাবারের ব্যবস্থাও করতে পারছেন না। ফলে বাঁচার কোনো পথ না দেখে সন্তানদের নিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। এর আগে তিনি অটোরিকশা চালাতেন।

মহাসড়ক (হাইওয়ে) পুলিশকে প্রতিদিন ৪০০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে মহাসড়ক পুলিশের এক সার্জেন্ট মামলা দেওয়াসহ অটোরিকশা ডাম্পিংয়ে দেওয়ারও হুমকি দিতেন। তিনি অভিযোগ করেন, তার আজকের এই পরিস্থিতির জন্য ওই পুলিশই দায়ী।

মঞ্জুরুল হক জানান, একসময় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। ওই সময় তার বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই চোখের আলো নিভে যায়। তার বাঁ হাতটিও কনুই থেকে ভাঙা।

তিনি জানান, তার একটি অটোরিকশা ছিল। অটোরিকশা চালিয়েই সংসার চলত তার। কিন্তু মাওনা মহাসড়ক (হাইওয়ে) পুলিশের সার্জেন্ট শামীমকে প্রতিদিন ৪০০ করে টাকা দিতে হতো। এক দিন টাকা না দিলে তাকে মামলা দেওয়ার হুমকি ও অটোরিকশাটি ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দিতেন ওই সার্জেন্ট। বাধ্য হয়ে গত চার মাস আগে নগদ ৬০ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করে দেন।

মঞ্জুরুল হক কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘অটোরিকশা বেচার ৬০ হাজার টেহা (টাকা) খরচ অয়ে (হয়ে)  গেছে। অহন আমি নিঃস্ব।’

মাওনা মহাসড়ক (হাইওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শামীম নামে হাইওয়ে থানায় কোনো সার্জেন্ট নেই। ওই ব্যক্তির অভিযোগ আমি শুনেছি। চাঁদাবাজির অভিযোগ কেন করলেন বুঝতে পারছি না।’