Image description

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪৭ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬০ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯০৬ জন, যার মধ্যে ৯ হাজার ৩৪৮ জন পুরুষ ও ছয় হাজার ৫৫৮ জন নারী।