
যুক্তরাষ্ট্রসহ আরও পাঁচটি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবীর জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর এসব দেশে কার্যক্রম শুরুর প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে জনবল ও প্রয়োজনীয় উপকরণ তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আগে শুধু লস অ্যাঞ্জেলেসে অনুমতি থাকলেও, এখন ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কসহ যেখানে ইসির অফিস আছে, সেসব স্থানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পাওয়া গেছে। এছাড়াও, ওমান, মালদ্বীপ, জর্ডান এবং দক্ষিণ আফ্রিকায়ও প্রবাসী ভোটার নিবন্ধনের অনুমতি মিলেছে।
ইসিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ৯টি দেশে মোট ৪৮ হাজার ৮০ প্রবাসী ভোটারের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
Comments