সুষ্ঠু নির্বাচন ইসি ও রাজনৈতিক দলগুলোর ওপরও নির্ভর করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি, আশা করছি নির্বাচনের সময় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারব।
রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে মব কমেছিল, তবে সম্প্রতি আবারও তা বেড়েছে। মব নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মবের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রংপুরের একটি ঘটনায় এরইমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যায় করার পর ওই ব্যক্তি পালিয়ে যায়। এ জন্য তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments