Image description

লাঠিপেটা করে নতুনবাজার সড়ক থেকে তুলে দেওয়ার ১০ মিনিট পর ফের অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে নতুনবাজার-বাড্ডা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ১১টার দিকে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধ করেন। 

এরআগে, সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ দাবিতে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেওয়ায় কয়েক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেসব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে সড়ক অবরোধ করেছেন তাঁরা