Image description

মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি, যা সিলেট থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে অবস্থিত। 

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর। অগভীর উৎপত্তিস্থলের কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর কম্পন বেশি জোরালোভাবে অনুভূত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন হাখা অঞ্চলে, যা সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া, গত ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও সে সময়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।