Image description

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, "এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।"

সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, "নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।"

তিনি আরও জানান, রমজানের প্রথম দিনে দেশব্যাপী সকল নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে আইন মেনে নির্বাচন পরিচালনার শপথ করানো হয়েছে। অতীতের ভুল আর পুনরাবৃত্তি না করাই কমিশনের প্রধান লক্ষ্য।

দিনের ভোট রাতে হওয়ার যেকোনো আশঙ্কা উড়িয়ে দিয়ে সিইসি দৃঢ় কণ্ঠে বলেন, "আমি কোনো অপবাদ নিয়ে বিদায় নিতে চাই না। যতদিন দায়িত্বে আছি, ততদিন সঠিক নিয়তে, আইন মেনে এবং সম্পূর্ণ বিবেকবোধের সাথে নিরপেক্ষভাবে কাজ করে যাব।"

সাংবাদিকদের পক্ষ থেকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, "যা রাজনৈতিক বিতর্কের বিষয়, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা রাজনীতি এড়িয়ে সচেতনভাবে কাজ করছি। এতে অনেকের মন খারাপ হলেও আমরা আমাদের দায়িত্ব ও সীমাবদ্ধতার জায়গাটি খুব ভালোভাবে বুঝি।"

সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে তিনি বলেন, "যেগুলোর রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে চলছি। কোনো রাজনৈতিক দলের বিষয়ে যদি রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত আসে, তবেই কমিশন সেই বিষয়ে তাদের অবস্থান জানাবে।"

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।