
‘শুরু হলো ১৪, চলছেই কণ্ঠের যুদ্ধ’- এই স্লোগানকে সামনে রেখে অনাড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজনটি ছিল ঘরোয়া। রাজধানীর খিলক্ষেতের বড়ুয়ায় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মানবকণ্ঠের সদস্যদের মধ্যে পারস্পরিক আলোচনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবকণ্ঠ কার্যালয় এক মিলনমেলায় পরিণত হয়। তার আগে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বার্তাকক্ষের সাংবাদিকসহ সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে মানবকণ্ঠ কার্যালয়।
অনুষ্ঠানে দেশ ও জাতি গঠনে বিগত ১৩টি বছরের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হয়ে লড়াই করার কাহিনী এবং ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের কথা দ্ব্যর্থহীনভাবে বলার প্রত্যয় ব্যক্ত করেন মানবকণ্ঠের দায়িত্বশীলরা। ‘আমাদের ভাষা গণমানুষের’ স্লোগান নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করা দৈনিক মানবকণ্ঠ নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগরদের পাশে থাকা এবং দেশবিরোধী ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে জাগ্রত প্রহরী হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় মূল অনুষ্ঠান। কেক কাটার আগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দৈনিক মানবকণ্ঠ পথচলা শুরু করার পর থেকেই অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন হয়ে ওঠে। সত্য বলতে কখনও পিছপা হয়নি। দীর্ঘ ১৩ বছর নানা ঝড়-ঝঞ্ঝা উতরে আজ দেশের প্রথম সারির গণমাধ্যমে পরিণত হয়েছে। ‘আমাদের ভাষা গণমানুষের’ স্লোগান নিয়ে চলা পত্রিকাটি সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরে গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও মানবকণ্ঠ নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে এমনই প্রত্যাশা করেন তারা।
উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান বলেন, দীর্ঘ ১৩টি বছর ধরে মানবকণ্ঠ সত্য ও ন্যায়ের পাল্লা ধরে গণমানুষের কণ্ঠ হয়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে আসছে। ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে, ‘আমাদের ভাষা গণমানুষের’ এই সেøাগানটি বাস্তবায়িত করতে পেরেছে মানবকণ্ঠ। যেখানে অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি সেখানেই কলম ধরেছেন মানবকণ্ঠের যোদ্ধারা। তিনি পত্রিকা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে মানবকণ্ঠকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ হাসান ভূঁইয়া বলেন, মানবকণ্ঠের জন্মই হয়েছে গণমানুষের ভাষাকে প্রকাশ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সকল অনিয়মের জবাব দেয়ার জন্য। তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মানবকণ্ঠ সব সময় সোচ্চার ছিল। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে হবে। যেখানেই অন্যায় সেখানেই মানবকণ্ঠ গর্জে উঠবে সাধারণ মানুষের হয়ে। এজন্য পত্রিকাটির সাংবাদিকসহ সব বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, প্রধান নির্বাহী মখফুবুর রহমান হোসেন, অশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মানবকণ্ঠের যুগ্মবার্তা সম্পাদক সিকান্দার ফয়েজ, হেড অব মার্কেটিং মতিয়ার রহমান, হেড অব অনলাইন ফরহাদ শিকদার, চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণ, সার্কুলেশন ম্যানেজার কামরুল ইসলাম, ফিচার সম্পাদক অচিন্ত্য চয়নসহ পত্রিকার বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চলচ্চিত্র শিল্পীদের মধ্যে প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা মুক্তি, চিত্রনায়িকা পলিসহ অনেকেই উপস্থিত হয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
Comments