
সাভারে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ওমর ফারুকের অফিসে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের আধারে সশস্ত্র দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন পাকিজা এলাকায় ওকে টাওয়াররের ২য় তলায় সাংবাদিক অফিসের জানালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য মালামাল চুরির চেষ্টা করে। একপর্যায়ে চোর সদস্যরা ভূমি রিপোর্ট করার প্রমাণ হিসেবে রাখা বড় দলিল ভুয়া নামজারি ও খাজনা খারিজের ডকুমেন্টস, এক্সটার্নাল হার্ডডিস্ক, পেনড্রাইভসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এব্যাপারে চুরির বিষয়টি জানিয়ে ভুক্তভোগী ওমর ফারুক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক ওমর ফারুক বলেন, শুক্রবার সাভার-আশুলিয়ার ভূমি অফিসের দালাল চক্র ও ওমেদারদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তথ্য নিয়ে একটি নিউজ প্রকাশ করেন এর জের ধরেই এমন দূরধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Comments